Sarfaraz Khan: ০ রানে আউট হয়েও লজ্জা নেই, ড্রেসিংরুমে সিরাজের সঙ্গে এই কীর্তি! সমালোচনায় ছিন্নভিন্ন সরফরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
IND vs ENG, 4th Test at Ranchi: রাজকোটে অভিষেক হয়েছিল মন মাতানো ভঙ্গিতে। বহু অপেক্ষার পর সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে ভুল করেননি। ব্যাট হাতে নেমেই রং ছড়িয়ে দিয়েছিলেন সরফরাজ। সাবলীল ইনিংসে ৬২ করেন। রবীন্দ্র জাদেজার রান নেওয়ার আবেদনে সাড়া না দিলে হয়ত মুম্বইয়ের খান-সাহেব প্ৰথম ইনিংসেই শতরানের মুখ দেখে ফেলতেন। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৬৮।