• গাজায় খাদ্য সংকট, ঘোড়ার মাংস খাওয়ানো হচ্ছে শিশুদের
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে জারি লড়াই, ইজরাইলের আগ্রাসনে মানবিক বিপর্যয় গাজায়। সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিশেষ করে শিশু ও বয়স্করা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবু জিব্রিল আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের খাবারের জন্য এতটাই মরিয়া ছিলেন যে, ঘোড়ার মাংস ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না।  গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আক্রমণ করে বসে। এরপর গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। ১৯৪৮ সালে স্থাপিত হওয়া জাবালিয়া শিবিরটি মাত্র ১.৪ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ঘনবসতিপূর্ণ শিবিরটিতে দূষিত জল, বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত ভিড় এরই মধ্যে একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ দারিদ্র্য, চরম বেকারত্বের মধ্যে রয়েছে। খাদ্য ফুরিয়ে গেছে, বোমা হামলার কারণে সাহায্য সংস্থাগুলিও ওই এলাকায় প্রবেশ করতে পারছে না। বিশ্ব খাদ্য কর্মসূচি এই সপ্তাহে বলেছে তাদের টিম চরম হতাশার তথ্য দিয়েছে। রাষ্ট্রসংঘ সতর্কবার্তায় জানিয়েছে, ২২ লক্ষ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া থেকে সাত কিলোমিটার দূরে গাজা শহরের হাসপাতালে অপুষ্টির কারণে একটি দু" মাস বয়সী শিশু মারা গেছে।শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধে কমপক্ষে ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছেন।
  • Link to this news (আজকাল)