• ২৪ কোটি বছরের পুরনো চীনা ড্রাগনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৪০ মিলিয়ন বছরের পুরনো চীনা ড্রাগনের জীবাশ্ম আবিষ্কার করলেন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ১৬ ফুট লম্বা এই জীবাশ্মটি ট্রায়াসিক যুগের একটি দীর্ঘ জলজ সরীসৃপের। বিজ্ঞানের ভাষায় প্রজাতিটির নাম ডাইনোসেফালোসরাস ওরিয়েন্টালিস। অতি দীর্ঘ ঘাড়ের কারণে এই জীবাশ্মটি ড্রাগনের বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। স্কটল্যান্ডের জাতীয় মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে জীবাশ্মটি। জানা গিয়েছে, জীবাশ্মটি পাওয়া গেছে দক্ষিণ চীনের গুইঝৌ প্রদেশে। গবেষক দলের সদস্য ড. নিক ফ্রেজার জানিয়েছেন, ‘জীবাশ্মটি অদ্ভুত একটি প্রাণীর। এটির অঙ্গ-প্রত্যঙ্গ ফ্লিপারের মত। প্রাণীটির ঘাড় বাকি শরীর এবং লেজের মিলিত অংশের চেয়ে লম্বা’।
  • Link to this news (আজকাল)