• সই জাল করে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুরুতর প্রতারণার অভিযোগ উঠল আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে। ওই ব্যাঙ্কেরই এক ম্যানেজারের বিরুদ্ধে ১৯ লক্ষ মার্কিন ডলার চুরির অভিযোগ এনেছেন শ্বেতা শর্মা নামে এই মহিলা। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১৬ কোটি টাকা। জানা গিয়েছে, ওই মহিলা নিজের যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৯ লক্ষ মার্কিন ডলার পাঠান ফিক্সড ডিপোজিট করার জন্য। অভিযোগ, ব্যাঙ্কের এক কর্মকর্তা ওই মহিলার সই জাল করে টাকা তুলে নিতে থাকেন অ্যাকাউন্ট থেকে। অভিযোগকারিণী জানিয়েছেন, ‘ব্যাঙ্কের রেকর্ডে মোবাইল নম্বর পাল্টে দেওয়ায় টাকা তোলার কোনো মেসেজ আসেনি আমার কাছে। আমাকে ভুয়ো ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠানো হয়েছে’। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্কের মুখপাত্র। তাঁর দাবি, যিনি এই ঘটনার জন্য দায়ী তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। শ্বেতা বলেন, ‘২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছর ধরে আমাদের সারাজীবনের সঞ্চয় ১৩ কোটি ৫০ লক্ষ টাকা জমা করি এই ব্যাঙ্কে। এর সঙ্গে সুদ যোগ হয়ে মোট অর্থের পরিমাণ কমপক্ষে ১৬ কোটি টাকা। ব্যাঙ্কের ম্যানেজার আমাকে নিয়মিত স্টেটমেন্ট পাঠাতেন। জানুয়ারি মাসে আমার প্রথম সন্দেহ জাগে। ওই ব্যাঙ্কের নতুন এক কর্মকর্তা আমায় জানান, অ্যাকাউন্টে তেমন কোনো অর্থ নেই। অর্থের বিপরীতে আরও ভাল লাভ পাওয়ার প্রস্তাব দেন’। এই ঘটনায় হতাশ হয়ে পড়েছেন শ্বেতা এবং তাঁর স্বামী। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সব তথ্য জানিয়েছেন তাঁরা। ব্যাঙ্কের তরফে ত্রুটি স্বীকার করে সমস্ত অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শ্বেতা অভিযোগ জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং দিল্লি পুলিশের কাছেও। তবে ব্যাঙ্কের বক্তব্য, তারা ৯ কোটি ২৭ লক্ষ টাকা দিতে রাজি। বাকি অর্থের হিসাব নিয়ে এখনও তদন্ত চলছে। অন্যদিকে, পুরো অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারিণী।
  • Link to this news (আজকাল)