• মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ, জ্ঞানবাপীতে বাধা রইল না পুজোয় ...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিনদশক পেরিয়ে জ্ঞানবাপীর ভেতর ঘণ্টা ধ্বনি শোনা গিয়েছিল বারাণসী জেলা আদালতের অনুমতির পর শুরু হয়েছিল পুজো। তার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ পক্ষ। তবে এলাহবাদ হাইকোর্টের রায়ে বাধা রইল না আর পুজোর। বারাণসী জেলা আদালতের পুজোয় অনুমতির পরেই মসজিদ চত্বরের দক্ষিণ অংশের ‘ব্যাস কা তহখানা’-য় আরতি এবং পুজোয় আপত্তি জানিয়ে মসজিদ কমিটির তরফে জানানো হয়েছিল, ১৯৩৭ সালে জ্ঞানবাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষেই গিয়েছিল। তাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দিয়ে নতুন করে সমীক্ষা করানো এবং তার উপর ভিত্তি করে আরতি-পুজোর নির্দেশ দেওয়া যায় না। ২০২২ সালে বারাণসী আদালতের নির্দেশে করা ‘অ্যাডভোকেট কমিশনার’-এর রিপোর্টকেও বারাণসী জেলা আদালতের নির্দেশে উপেক্ষা করা হয়েছে বলে মুসলিম পক্ষের দাবি ছিল । সোমবারের শুনানির পর মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছে এলাহবাদ আদালত। অর্থাৎ জ্ঞানবাপীতে পুজো-আরাধনায় আর কোনও বাধা রইল না।
  • Link to this news (আজকাল)