• কৃষকদের আন্দোলনের পক্ষে জোরালো সওয়াল ভারতীয় কিষান সংঘের...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কৃষকদের আন্দোলনের পক্ষে জোরালো সওয়াল করল সংঘ পরিবারের কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ। তাদের তরফে একটি বিবৃতিতে কেন্দ্রীয় সরকারংর বিরুদ্ধে কৃষকদের দাবির প্রতি মনযোগ না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, কৃষক সংগঠনের আলোচনায় রাজি হওয়া, জাতীয়তাবাদ এবং শৃঙ্খলাকে যেন দুর্বলতা বলে মনে না করা হয়।সংগঠনের সাধারণ সম্পাদক মোহিনী মোহন মিশ্র বলেছেন, "যখন কৃষক সংগঠনগুলি শান্তিপূর্ণ এবংশৃঙ্খলাবদ্ধ হয়ে দিল্লিতে এসেছিল, সঠিকভাবে তাদের নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছিল, সরকার তাদের সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত বলে মনে করেনি। সরকারের মনোভাব খুবই দুঃখজনক এবং তার কারণেই আজকের বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করেছে।" কৃষকদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে দিল্লির রামলীলা ময়দান থেকে এমএসপির দাবিতে বিক্ষোভ করে সংঘ ঘনিষ্ঠ কৃষক সংগঠন। সেখানেই হুঁশিয়ারি দেওয়া হয়, অহিংস আন্দোলন তাদের পথ হলেও, সেটা বাধ্যবাধকতা নয়। সংঘের কৃষক সংগঠনের দাবি এখন প্রমাণিত হয় যে, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই কৃষকদের নিয়ে চিন্তিত নয়। মোহিনী মিশ্র বলেছেন, " আমাদের দাবি, সরকারের তরফে দেওয়া কিষান সম্মান নিধিতে টাকার অঙ্ক বাড়ানো উচিত। আমাদের আরও দাবি, বাজারে জেনেটিক বীজ আনা যাবে না।"
  • Link to this news (আজকাল)