• অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ফলক উন্মোচন করলেন রাজ্যপাল...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: সোমবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র রেল ইন্সটিটিউটে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চ। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্পচার করা হয় স্টেশন চত্বরে লাগানো একাধিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। রাজ্যপালের আসাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছিল স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান সংলগ্ন এলাকায় ছিল চন্দননগর কমিশনারেটের করা পুলিশি ব্যবস্থা। স্টেশন এবং সংলগ্ন এলাকায় ছিল পর্যাপ্ত রেল পুলিশ। স্পেশাল ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পৌঁছে, সেখান থেকে পায়ে হেঁটে পৌনে ১১টা নাগাদ রাজ্যপাল পৌছন অনুষ্ঠান মঞ্চে। শুরুতেই রেল পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীতের সুরে রাজ্যপালকে সংর্বধনা জানানো হয়। স্বাগত ভাষণ পরিবেশন করেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর। তার পরে হয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১২ টা ২৫ নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে তিনি তুলে ধরেন দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেলের উন্নয়নের বিষয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর অমৃত ভারত রেল স্টেশনের ফলক উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সহ সিনিয়ার ডিসিএম রাহুল রঞ্জন এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। অমৃত ভারত প্রকল্পের অধীন জেলায় ব্যান্ডেল, চন্দননগর এবং ডানকুনি রেল স্টেশনের পরিকাঠামো বদল করা হবে। জেলায় তিন স্টেশনের পরিকাঠামো উন্নয়নে খরচ হবে ৩৪০.৪ কোটি টাকা। সোমবার ব্যান্ডেলে অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গেছে, এই প্রকল্পের অধীন রাজ্যে মোট ১৭টি স্টেশনের পরিকাঠামো বদল হবে। একইসঙ্গে তৈরি হবে ৫৫৩টি স্টেশনে রোড ওভারব্রীজ ও আন্ডারপাস। বর্তমানে রাজ্যে মোট ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের কাজ চলছে। রাজ্যের চার রেল স্টেশন হাওড়া, আসানসোল, ব্যান্ডেল এবং কলকাতা টার্মিনালকে বিশ্বমানের গড়ে তুলতে ১৩,৮১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন একসঙ্গে দেশের ২১৩৯টি স্টেশনে এই অনুষ্ঠান হয়। রেল সূত্রে জানা গেছে, শুধুমাত্র ব্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের করে তুলতে খরচ বাবদ ৩০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশ্বমানের অত্যাধুনিক স্টেশনে উন্নীত করা হবে ব্যান্ডেল স্টেশনকে। সম্প্রতি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নন ইন্টারলকিং এর কাজ সম্পন্ন হয়েছে ব্যান্ডেলে। এদিন অনুষ্ঠান শেষ হয় সোয়া একটা নাগাদ। ছবি:‌ পার্থ রাহা‌
  • Link to this news (আজকাল)