• মুর্শিদাবাদে বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, আগ্নেয়াস্ত্র এবং গুলি। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নতুন ব্রিজ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভরতপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুর্শেদ শেখ। তার বাড়ি ভরতপুর থানার শুনিয়া গ্রামে। সোমবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ,এক রাউন্ড গুলি সহ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটগুলো সবই ৫০০ টাকার। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুর্শিদাবাদ জেলারই কোনো গোপন ডেরায় তৈরি হচ্ছে জাল নোট। সীমান্ত দিয়ে নোট পাচার করা ক্রমশ মুশকিল হয়ে পড়ায় জেলাতেই নোট তৈরি করছে দুষ্কৃতীরা। তবে মুর্শিদাবাদে যে জাল নোট তৈরি হচ্ছে তার গুণমান বাংলাদেশ থেকে আসা জাল নোটের তুলনায় অনেকটাই খারাপ বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্ত কোথা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র পেয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)