• শাহজাহানকে গ্রেপ্তারে কোনও বাধা নেই, জানিয়ে দিল আদালত
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রশ্ন করেছিলেন, "হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয়, তাহলে গ্রেপ্তার করবেন কীভাবে?" ঠিক তার পরের দিন, সোমবার আদালত জানিয়ে দিল শাহজাহানকে গ্রেপ্তারে কোনও বাধা নেই। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তেমনটাই জানিয়েছেন। সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছেন তিনি। জানিয়েছেন যেহেতু এখনও অধরা সে, তাই পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে, তাকে যুক্ত করা হয়েছে মামলায়। ২টি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাই কোর্ট। রবিবার, ৫ জানুয়ারির ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, ৫ জানুয়ারি যে ঘটনা ঘটে, ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয় বলে যে অভিযোগ হয়েছিল এবং তাঁরাই এফআইআর করেছিলেন, তাতে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ অর্ডার দিয়েছিল, সিট তৈরি হবে। তদন্ত করবে সবদেশখালির ঘটনা। ১০-১২ দিন পর ইডি আবেদন করে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে স্টে চায়। তা মঞ্জুর হয়। অভিষেক বলেন, "স্টে অর্থাৎ তদন্ত হবে না, কাউকে গ্রেপ্তার করা যাবে না, কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না।" সূত্রের খবর, সোমবার প্রধান বিচারপতি জানিয়েছেন, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশকে জানানো হয়নি যে, গ্রেপ্তার করা যাবে না।
  • Link to this news (আজকাল)