• ফের অগ্নিগর্ভ সন্দেশখালি, এবার ক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার। ভাঙচুর করা হল তৃণমূল নেতার বাড়িঘর। ঘটনাকে ঘিরে সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালি। জমি দখল থেকে শুরু করে জব কার্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শঙ্কর সর্দারের বিরুদ্ধে। এমনকি, অনেককে খুনের হুমকিও দিয়েছেন তিনি। এদিন সকালে এক দল গ্রামবাসী মূলত মহিলারা লাঠি, ঝাঁটা হাতে তৃণমূল নেতার বাড়িতে হামলা করেন। শঙ্করের কন্যা জানান, বাবা বাড়িতে নেই। তৃণমূল নেতাকে বাড়িতে না পেয়ে তাঁর বাড়িতে ভাঙচুর চালান তাঁরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। চারদিক থেকে শঙ্করের বাড়ি রীতিমত ঘেরাও করেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। আটক করা হয়েছে কয়েকজন বিক্ষোভকারীকে। উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালির আর এক তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সে যাত্রায় কোনোক্রমে পালিয়ে বাঁচলেও রবিবার ফের বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। তারপরেই পদ হারান বেড়মজুরের তৃণমূল নেতা। অজিত মাইতির জায়গায় দায়িত্ব দেওয়া হয় হলধর আড়িকে। জানা গিয়েছে, দায়িত্বে আসার পর কোনোভাবে হলধরের বাড়ির বাইরে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)