• তৃণমূলের দাবি, সাত দিনেই গ্রেফতার হবে শাহজাহান!
    ২৪ ঘন্টা | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিসকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফাতর হবে।' এমনই মত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। 

    শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই। সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। শুধু সিটেই মানা। সন্দেশখালি মামলায় নেতাকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। পার্টি করতে হবে পুলিস ED-CBI কেও। ৪ মার্চ ফের শুনানি। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাহজাহানকে গ্রেফতার করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপই বিষয়টি আদালতে তোলা হয়েছে। এজন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, স্পষ্ট ভাষায় অভিষেক বিষয়টি সামনে এনেছিল বলেই কোর্ট আজ একথা বলল। রাজ্য পুলিস যা নথিভূক্ত করা হয়েছিল তাতে স্টে অর্ডার ছিল। আজ হাইকোর্ট জানিয়েছে, কোনও স্থগিতাদেশ নেই। আগে আদালত হাত-পা বেঁধে দিয়েছিল। এবার রাজ্যপুলিস নিজের কাজ করবে। হাইকোর্ট সেই জট খুলে দেওয়ায় ধন্যবাদ। অন্যদিকে, ব্রাত্য় বসুদের বক্তব্য, সংগঠিতভাবে সন্দেশখালি নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা। শাহজাহানদের পাশে আছে দল, এটা মিথ্যে কথা। কোনও দোষী ব্যক্তির পাশে নেই তৃণমূল কংগ্রেস। তাই বলে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করলে বরদাস্ত নয়। ২০১১-র আগে কোন দলে ছিল শাহজাহান? ২০০৩ থেকে  ২০১০ পর্যন্ত সিপিএমে ছিল শাহজাহান। প্রধানমন্ত্রী রাজ্যে আসা পর্যন্ত বিষয়টি জিইয়ে রাখা হয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)