জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই। সাফ জানিয়ে দিল হাইকোর্টে। শুধু সিটেই মানা। সন্দেশখালি মামলায় নেতাকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। পার্টি করতে হবে পুলিস ED-CBIকেও। ৪ মার্চ ফের শুনানি। বেপাত্তা শাহজাহান। পুলিস তো ধরতেই পারছে না। ফলে মামলায় যুক্ত করে জোড়া সংবাদপত্রে বিজ্ঞাপন। কড়া নির্দেশ হাইকোর্টের। যাতে গোপন আস্তানাতেও বসেও কেসে পার্টি হওয়ার খবর পান নেতা। জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
শেষ চার বছরে ৪৩টি FIR দায়ের হয়েছে। যার মধ্যে ৪২টি মামলার চার্জশিট জমা পড়েছে। আদালত এদিন জানিয়েছে, এবার সেই চার্জশিটগুলিও প্রয়োজনে খতিয়ে দেখা হবে। জনরোষের জখমে মলমের কৌশলই সার। ক্যাম্প অফিসে নালিশ জানিয়েও বিশ বাঁও জলে জমি ফেরত। জরিপের পরেও পদে পদে শঙ্কা। দাবি জানালেই বাধা-হুমকি সিরাজ অ্যান্ড কোম্পানির! শাহজাহানের ভাইয়ের দলবলের বিরুদ্ধেই সরব সন্দেশখালি।এমনকী সন্দেশখালি-অস্বস্তিতে নয়া ইন্ধন। এবার বেলাগাম শওকত মোল্লাও। ঘোমটা টেনে অভিযোগ। আড়ালে সিগারেটে টান মহিলার। বারো বছর ধরে গণধর্ষণ। ছবি তুলল না কেন। ভাড়ার লোকেই উস্কানি। বিধায়কের মন্তব্যে নিন্দায় বিরোধীরা। এদিকে ED র স্পেশাল আদালতে ধাক্কা খাওয়ার পরেই উত্তর ২৪ পরগনা জেলা আদালতে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালীর কান্ডের অভিযুক্ত শেখ শাহজাহান।সোমবার বারাসাত জর্জ কোর্টে শেখ শাহজাহানের অগ্রিম জামিনের শুনানি তারিখ ছিল। তবে আজ শুনানি হবে কিনা তা নিয়ে জল্পনা ছিলই। প্রসঙ্গত, জেলা জজ আদালতে বার অ্যাসোসিয়েশনের দুই আইনজীবীর মৃত্যুর কারণে আজ স্মরণসভা পালন করবে আইনজীবীরা।আইনজীবীরা এদিন সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শাহজাহানের অগ্রিম জামিনের আবেদন নিয়ে শুনানি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।তবে বিচারপতি চাইলে এই মামলার শুনানি আজ হতে পারে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী। কিন্তু শেষমেষ পিছিয়ে গেল শেখ শাহজাহানের অগ্রিম জামিনের আবেদনের শুনানির তারিখ। অগ্রিম জামিনের আবেদনে শুনানির তারিখ পিছিয়ে ১৫ই মার্চ পরবর্তী তারিখ নির্ধারিত করেছে জেলা ডিস্ট্রিক্ট জর্জ। তবে এই বিষয়ে ইডির আইনজীবী সংবাদমাধ্যমকে কোনওরকম বক্তব্য দেননি।