অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় বিজেপি বিধায়ক মুকুল রায়ের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ককে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি অ্যালকেমিস্ট চিট ফাণ্ড মামলায় মুকুল রায়কে ইডি-র তরফে দিল্লির দফতরে তলব করা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থার দরুন তিনি রাজধানীতে হাজির থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন। এরপরই দিল্লি থেকে ইডি-র দুই অফিসার কলকাতায় আসেন। এরপর রবিবার মোট তিনজন ইডি গোয়েন্দা মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে যান। সেখানেই তাকে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।