• জেলেনস্কি
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার পুরোদমে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। রবিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  তবে জেলেনস্কি ইউক্রেনে কতজন সেনা আহত হয়েছেন, সেই সংখ্যা জানাননি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এটি জানালে রাশিয়ার সেনাদের পরিকল্পনায় সুবিধে হবে।  সাধারণত যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমন জানায়নি। তবে জেলেনস্কি এবার তার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন।  এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমীরা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুটির যুদ্ধ।
  • Link to this news (আজকাল)