• কোহলির না খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ, ধ্রুবের প্রশংসায় রোহিত...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ধ্রুব জুরেলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। ধোনির শহরে আবিষ্কৃত হয়েছে তরুণ উঠতি উইকেটকিপার। রাঁচিতে দলের প্রয়োজনের সময় দুটো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ধ্রুব। উইকেটের চারদিকে শট খেলেন। তাঁর এই উত্থানের জন্য ঘরোয়া ক্রিকেটের কৃতিত্ব দিলেন। রোহিত বলেন, "তরুণরা জানে কী করতে হবে। ওরা ঘরোয়া ক্রিকেট খেলে তৈরি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সমস্যা হয় না। আমার আর রাহুল ভাইয়ের কাজ হল আমরা কী চাইছি সেটা ওদের বুঝিয়ে দেওয়া। সেই অনুযায়ী ওরা খেলে। রাঁচিতে দুই ইনিংসেই নিজের প্রতিভা তুলে ধরেছে ধ্রুব। প্রথম ইনিংসে ৯০ রান না করলে আমরা বিপদে পড়তাম। ও আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল।" তবে সিরিজ জিতলেও, ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজে ক্রিকেটারদের বিশ্রাম নেওয়া মানতে পারছেন না রোহিত। বিশেষ করে বিরাট কোহলির বিশ্রাম নেওয়া। এদিন সিরিজ জেতার পর ঘুরিয়ে সেই কথাই তুলে ধরলেন ভারতের নেতা। রোহিত বলেন, "দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না থাকা ভাল বিষয় নয়। দীর্ঘদিন ধরে খেলে ওরা একটা জায়গা তৈরি করেছে। ওদের শূন্যস্থান পূরণ করা সহজ নয়। দল তরুণদের কোনও চাপ নেয় না। কিন্তু বাইরের একটা চাপ তো থাকবেই।" সুতরাং, নাম না করলেও ইঙ্গিত যে কোহলির দিকেই ছিল, সেটা বুঝতে অসুবিধা নেই। শুধুমাত্র ধ্রুব নয়, বাকি তরুণদের খেলায়ও খুশি ভারত অধিনায়ক। রোহিত বলেন, "ওরা তৈরি হয়ে নেমেছে। প্রত্যেকের সামনেই উজ্জ্বল ভবিষ্যৎ। তবে সেটা অর্জন করতে পরিশ্রম করতে হবে। তবে ইদানিং ভাল ভাল ক্রিকেটার উঠে আসায় আমি খুশি।" ধর্মশালায় শেষ টেস্ট। ইতিমধ্যেই সিরিজ জিতে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার পথে কি হাঁটবে টিম ম্যানেজমেন্ট? রোহিতের কথা শুনে সেটা মনে হল না। ভারত অধিনায়ক স্পষ্ট জানান, ধর্মশালাতেও জয়ের লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। 
  • Link to this news (আজকাল)