• ‌একাধিক সারমেয়র অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ দায়ের হল থানায়...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ হঠাৎ একাধিক পথ কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পোলবার সুগন্ধায়। থানায় দায়ের হল অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে মৃত কুকুরদের ময়নাতদন্ত করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, অজানা কারণে পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি কুকুর ও শাবকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অজানা কারণে প্রায় ষোলোটি কুকুরের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ খাবারে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে। জানা গেছে, গ্রামে বড় ছোটো মিলিয়ে ত্রিশটি কুকুর ছিল। সম্প্রতি তাদের অনেকেরই মৃত্যু হয়েছে, কয়েকটি কুকুর থাকলেও এখন ধুঁকছে। গ্রামবাসীদের অভিযোগ, গত বছরও একইরকমভাবে কুকুরের মৃত্যু হয়েছিল। এবছরও হচ্ছে। তাদের সন্দেহ কেউ বিষ খাইয়ে কুকুর মেরে ফেলছে। যদিও কে? কেন? মালতপাড়ার বাসিন্দা রাজা সাঁবুই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ বাহিনী নিয়ে ওই গ্রামে পৌঁছন। পোলবা–দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের দু’‌জন চিকিৎসক গ্রামে পৌঁছে মৃত কু্কুরের ময়নাতদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস বলেছেন, ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলি, চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। উপসর্গ দেখে কুকুরের মৃত্যুর কারণ বোঝা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। প্রসঙ্গত, গ্রামে একাধিক কুকুর থাকায় চুরির ঘটনা অনেক কমেছিল। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন গ্রামবাসীরা। পাশাপাশি অভিযুক্তের কঠিন শাস্তি দাবি করা হয়েছে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)