• দরজা ভেঙে উদ্ধার মৃত্যুর অপেক্ষায় থাকা একই পরিবারের তিন জ‌‌ন...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ গৃহকর্তার মৃত্যুর পর স্বেচ্ছা মৃত্যুর আশায় নিজেদের গৃহবন্দি করেছিল পরিবার। মৃত্যুর অপেক্ষায় রয়েছি! ফোন পাওয়ার পর দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরপাড়া থানার অন্তর্গত রাজেন্দ্র এভিনিউ এলাকায়। জানা গেছে, সম্প্রতি মৃত্যু হয় ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগন বরণ মুখার্জি (৮৫)–র। তারপর থেকেই নিজেদের স্বেচ্ছা গৃহবন্দি করে ফেলেন শোকগ্রস্ত বৃদ্ধের পরিবার। নিজেদের ঘরবন্দি করেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী মুখার্জি (৮০), ছেলে সৌরভ মুখার্জি (৫৮) ও মেয়ে চুমকি মুখার্জি (৫২)। গোটা পরিবার ছেড়ে দিয়েছিল খাওয়া দাওয়া। এভাবেই তারা ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পরতে থাকেন। আত্মীয় মারফত খবর পেয়ে সোমবার স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চ্যাটার্জি, পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে পৌঁছন। বৃদ্ধের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি শেষ কথা হয়েছিল তাদের সঙ্গে। গগন বাবুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয় পরিবারের সদস্যরা। সেই কারণেই এই অবস্থা হতে পারে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে। তার পর বাড়ির বাকি তিন সদস্যকে আর বাইরে দেখা যায়নি। তারা দরজা বন্ধ করে বাড়িতেই ছিল। সম্প্রতি এলাকার কেউ তাদের এক আত্মীয়কে ফোন করে জানায়, গোটা পরিবার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এরপর ওই আত্মীয় স্থানীয় কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান। কাউন্সিলর মারফত তিনি জানতে পেরেছেন। তিনি পুলিশকে বিষয়টি জানান। এদিন পুলিশ এসে তালা ভেঙে তিনজনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া তিনজনের শারীরিক অবস্থা ভাল না থাকায় তাদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। কি কারণে এই স্বেচ্ছামৃত্যুর উদ্যোগ সেটা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)