• বড় দুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়েতে! লোহার বিম তুলতে গিয়ে উলটাল হাইড্রোলিক ক্রেন...
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • দেবব্রত ঘোষ: দুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়েতে। ব্রিজ তৈরির জন্য লোহার বিম তুলতে গিয়ে উলটে গেল হাইড্রোলিক ক্রেন। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে বাস ঢোকার জন্য কোনা এক্সপ্রেসওয়ের ওপর একটি ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। সোমবার সকাল থেকেই চলছিল কাজ। বিকেলে ঘটে দুর্ঘটনা। ওভারব্রিজের কাজের জন্য বড় লোহার বিম হাইড্রোলিক ক্রেনের সাহায্য ওঠানোর সময় হঠাৎই একটি তার ছিঁড়ে যায়। এর ফলে ক্রেনটি ভারসাম্য হারিয়ে রাস্তার উপর উলটে যায়। সেই সময় কলকাতামুখী লেনে যান চলাচল করছিল।

    ফলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু অল্পের জন্য রক্ষা পান গাড়ির যাত্রীরা। এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা কোনা এক্সপ্রেসওয়ের একটি লেন বন্ধ রাখা হয়। একটি লেন দিয়েই দু-দিকের গাড়ি চলাচল করে। ফলে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা। যান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রাজ্য পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।
  • Link to this news (২৪ ঘন্টা)