• লোকসভার আগে রাজ্যপাল-প্রধানমন্ত্রী ?বৈঠক?, রাজভবনেই রাত কাটাবেন মোদি!
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়: মার্চের গোড়াতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে এমন খবর। শুধু রাজ্য়ে আসছেন এমনটা নয়, কলকাতায় রাতে থাকতেও পারেন তিনি। প্রোটোকল বলছে, কলকাতায় থাকলে রাজভবনে রাত কাটানোর কথা প্রধানমন্ত্রীর। তবে এক্ষেত্রে তিনি কোথায় থাকবেন সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি। এর আগে শেষবার যখন কলকাতায় রাতে ছিলেন প্রধানমন্ত্রী, সেবার রাতে বেলুড়ে ছিলেন প্রধানমন্ত্রী। 

    বিজেপি সূত্রের দাবি, ১ মার্চে রাতে রাজভবনেই থাকবেন মোদি। সেক্ষেত্রে সেদিন রাতে রাজ্যের পরিস্থিতিতে নিয়ে রাজ্য়পাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সেখানে থাকতে পারে বঙ্গ বিজেপির প্রতিনিধি দলও। তবে এ বিষয়ে গেরুযা শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    লোকসভা ভোটের দামামা বাজিয়ে আগামী মাসে রাজ্যে পর পর একাধিক সভা করবেন মোদি। ১ মার্চ আরামবাগে পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে তাঁর। ২ মার্চ কৃষ্ণনগরে জনসভা। ৮ মার্চ অর্থাৎ নারীদিবসে বারাসতে সভা করবেন তিনি। সাক্ষাত করতে পারেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে। তার আগে ১ মার্চে রাতে কলকাতাতে থাকতে পারেন মোদি। সেই সময় দুজনের মধ্যে সন্দেশখালি-সহ গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হতে পারে, লোকসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 
  • Link to this news (প্রতিদিন)