আজ রাজ্যসভার নির্বাচন। এর আগে আজই রাজ্যসভার মোট ৫৬ আসনে ভোটগ্রহণের কথা ছিল। তবে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু প্রার্থী জিতে গিয়েছেন। মঙ্গলবার রাজ্যসভার তিন রাজ্যের ১৫ আসনে ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটপর্ব শেষ বিকেল ৪টেয়।