• গাজায় গণহত্যার প্রতিবাদে শরীরে আগুন দিয়েছিলেন, মৃত্যু মার্কিন সেনার ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। সেই মার্কিন বিমানবাহিনীর সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর হয়েছে বলেই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের। এর আগে গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই মার্কিন বিমান সেনা।  পুলিশ সূত্রের খবর, টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ওই সেনার নাম অ্যারন বুশনেল। তাঁর বয়স ২৫ বছর। তিনি মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য বলে মার্কিন বিমান বাহিনীরই এক মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে নিশ্চিত করেছেন। আগুন নেভানোর পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবারই জানা গিয়েছিল, তাঁর অবস্থা আশঙ্কাজনক। সোমবার তাঁড় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)