• ভারতীয় কফ সিরাপে শিশুমৃত্যু, উজবেকিস্তানে ২৩ জনের জেল ও জরিমানা...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় ২৩ জনকে জরিমানা ও জেলের সাজা শুনিয়েছে উজবেকিস্তানের একটি আদালত। অভিযোগ, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের দূষিত কফ সিরাপ আমদানি ও বিপণনের সঙ্গে যোগাযোগের জেরে অভিযুক্তদের এই শাস্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে ম্যারিয়ন বায়োটেকের প্রস্তুত করা ডক–১ কফ সিরাপ খাওয়ার জেরে মধ্য উজবেকিস্তানে শ্বাসকষ্টে ভুগে মারা যায় ৬৮ টি শিশু। পরীক্ষায় সিরাপে ইথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অতিমাত্রায় উপস্থিতি টের পাওয়া যায়। শিশুদের মৃত্যুর জন্য এই রাসায়নিকটির অতিমাত্রায় উপস্থিতিকেই দায়ী করা হয়। জানা যায় ডক–১ সিরাপটি আমদানি করেছিল উজবেকিস্তানের সংস্থা কুয়ারাম্যাক্স মেডিকেল এলএলসি। তবে সংস্থার মালিক একজন ভারতীয়, রাঘবেন্দ্র প্রাতার। যে ২৩ জনকে সাজা দিয়েছেন আদালত, তাদের সবাই ডক–১ সিরাপটি আমদানির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মেয়াদে জেলের সাজা শোনানো হয়েছে দোষীদের। যেমন রাঘবেন্দ্রকে ২০ বছরের জেলের সাজার সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে, প্রত্যেক মৃত শিশুর পরিবারকে ৮০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে আসামিদের। 
  • Link to this news (আজকাল)