• ‌ওয়েনাডে রাহুলের বিরুদ্ধে সিপিআই প্রার্থী অ্যানি রাজা...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আ‌বু হায়াত বিশ্বাস,‌ দিল্লি:‌ ‌কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে সিপিআই। বলা ভাল, রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিআই নেত্রী অ্যানি রাজা!‌ সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানি। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সিপিআই। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রে সিপিআইয়ের টিকিটে প্রার্থী হিসেবে অ্যানি রাজার নাম ঘোষণা করেছে সিপিআই। সোমবার দলের তরফে লোকসভা নির্বাচনের জন্য চারজনের নাম ঘোষণা করা হয়েছে। তিরঅনন্তপূরম থেকে পান্নিয়ান রবীন্দ্রন, ত্রিশুর আসনে সুনীল কুমার এবং মাভেলিকারা লোকসভা কেন্দ্র থেকে অরুণ কুমারকে প্রার্থী করেছে সিপিআই। যদিও পাঁচ বছর আগে কেরলে চারটি আসনে লড়লেও একটি আসনেও জয়ের মুখ দেখেনি সিপিআই।পাঁচ বছর আগে রাহুল গান্ধী আমেথি এবং ওয়েনাড আসনে লড়েছিলেন। আমেথিতে হারলেও ওয়েনাডে জয়ী হয়েছিলেন রাহুল। ওয়েনাড আসন থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী ৬৪.‌৯৪ শতাংশ ভোট পেয়েছিলেন। সেখানে সিপিআইয়ের পিপি সানির মাত্র ২৫ শতাংশ ভোট পেয়েছিলেন। এবার প্রার্থী বদল করেছে সিপিআই। রাহুল গান্ধী এবার ওয়েনাড থেকে প্রার্থী হবেন কিনা এখনও ঠিক নেই। এরই মধ্যে অ্যানিকে প্রার্থী ঘোষণা করল সিপিআই। এবার রায়বরেলি কেন্দ্রে সোনিয়া গান্ধী লড়বেন না। ওই আসনে প্রিয়াঙ্কা গান্ধীর লড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কেরল ২০ টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে পাঁচ বছর আগে ১৫টিই কংগ্রেসের দখলে যায়। আইইউএমএলের দখলে যায় ২ টি আসন। একটি করে আসনে জেতে সিপিএম, কেসি (‌‌এম)‌‌, এবং আরএসপি।  
  • Link to this news (আজকাল)