• ‌বানারহাট বাজারে দেওয়াল লিখন শুরু কেন্দ্রীয় মন্ত্রীর‌...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ ‌বানারহাট বাজারে দেওয়াল লিখন শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার দুপুরে জন বার্লা গেরুয়া জামাকাপড় পড়ে বানারহাট এলআরপি মোড় সংলগ্ন বাজারে বিজেপির নির্বাচনী চিহ্ন পদ্মফুল আঁকেন। যা নিয়ে স্থানীয় তৃণমূল শিবিরকে তীব্র কটাক্ষ করতে দেখা গেল। জন বার্লা জানান লোকসভা নির্বাচন দোরগোড়ায়। তিনি বিজেপির সাধারণ কর্মী–সমর্থকদের উৎসাহ দিতেই দেওয়াল লিখন শুরু করেছেন। এর আগে আলিপুরদুয়ার এর কিছু জায়গাতেও তিনি দেওয়ালে দলীয় চিহ্ন এঁকে দলের হয়ে প্রচার শুরু করেছিলেন। তৃণমূলের বানারহাট ব্লকের সভাপতি সাগর গুরুং বলেন, ‘‌জন বার্লা সাংসদ নির্বাচিত হয়ে এবং পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও এলাকার উন্নয়নমূলক কোনও কাজ করেননি। তাঁকে এলাকায় দেখা যায় না। ভোটে জেতার পর নিজের ভাঙা বাড়ির পাশে বিলাসবহুল তিনতলা প্রাসাদ বানিয়েছেন। চামুর্চী মোড়ে মার্কেট কমপ্লেক্স বানিয়েছেন। কয়েকশো বিঘা জমির মালিক হয়েছেন। এলাকার সাধারণ মানুষের স্বার্থে তিনি কিছুই করেননি। নিজের ব্যক্তিগত উন্নয়নের গতি বজায় রাখতে তার ফের বিজেপির টিকিট প্রয়োজন। সেই টিকিট নিশ্চিত করতে গেরুয়া জামাপ্যান্ট পড়ে আগেভাগে তিনি পদ্ম আঁকতে নেমে পড়েছেন।’‌
  • Link to this news (আজকাল)