বিক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। ৫৪ দিন পার হলেও সন্দেশখালির মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। তাঁকে গ্রেফতারে পুলিশের কোনও বাধা নেই বলে সোমবারই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে মমতা সরকারের উপর অন্য চাপের খেলা শিরু হল। এবার সন্দেশখালির আদিবাসী মহিলাদের উপর যৌন নিপীড়ন, জমি দখলের অভিযোগের নিন্দায় সরব ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। সন্দেশখালিকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়ে বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।