• Sandeshkhali Unrest: ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি! অশান্তির স্রোত ডিঙিয়েই দ্বীপাঞ্চলে বাদশা, দেবদূতরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Badsha Moitra-Debdoot Ghosh visits Sandeshkhali:

    অশান্তির স্রোত এখনও বয়ে যাচ্ছে সন্দেশখালির (Sandeshkhali) আনাচ-কানাচ দিয়ে। শাহজাহানদের বাগে না পেয়ে তাদের ঘনিষ্ঠদের বাড়িতেই ফি দিন চড়াও হচ্ছেন গ্রামবাসীরা। জমি দখল-লুঠতরাজ-শাসানির বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়া হচ্ছে দিনে-রাতে। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে এক রকম পালা করে দ্বীপাঞ্চলে ছুটে যাচ্ছেন ডান-বাম রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব। আজ গিয়েছেলিন বাম মনোভাবাপন্ন সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচ্চিত্র শিল্পীদের কয়েকজন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)