• Gaganyaan Mission: ‘গগনযান’-এ যাচ্ছেন কোন ৪ মহাকাশচারী? ঘোষণা মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Gaganyaan Mission PM Modi:

    ‘গগনযান’ মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার পরিদর্শনের সময় চার মহাকাশতারীর নাম ঘোষমা করা হয়। বেঙ্গালুরুতে দীর্ঘদিনের প্রশিক্ষণের পরে ‘গগনযান’ মিশনের জন্য নির্বাচিত হয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। মঙ্গলবার এই চারজনের ডান বুকে ‘অ্য়াস্ট্রোনোট উইং’ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)