• ম্যাচ ফি বৃদ্ধি, দেওয়া হবে বোনাস' টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা বোর্ডের...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে এবার নতুন পরিকল্পনা নিচ্ছে বিসিসিআই। টেস্টে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হবে। বোনাস চালু করা হবে। যাতে ক্রিকেটাররা টেস্ট খেলতে আগ্রহ দেখায়। আইপিএল এবং অন্যান্য টি-২০ টুর্নামেন্টে খেলার জন্য লাল বলের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। এটাই মেনে নিতে পারছে না বোর্ড। ইতিমধ্যেই বোর্ড একটি ফতোয়া জারি করেছে। যেখানে বলা হয়েছে জাতীয় দলের হয়ে খেলা না থাকলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ক্যালেন্ডার বছরে একজন ক্রিকেটার সব টেস্ট ম্যাচ খেললে, তাঁর জন্য আলাদা বোনাসের ব্যবস্থা থাকবে। বোর্ডের এক সূত্র বলেন, "ক্যালেন্ডার বছরে একজন ক্রিকেটার সব টেস্ট খেললে, চুক্তির অঙ্ক ছাড়াও তাঁকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। প্লেয়াররা যাতে বেশি করে টেস্ট খেলে, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড। টেস্ট ক্রিকেট খেলার জন্য আলাদা বোনাসের ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই।" সবাই অনুমোদন করলে, ২০২৪ আইপিএলের পরই এই নতুন মডেল চালু হয়ে যাবে। বর্তমানে টেস্ট প্রতি ১৫ লক্ষ টাকা পায় ক্রিকেটাররা। একদিনের আন্তর্জাতিকে ৬ লক্ষ দেওয়া হয়। টি-২০ তে ৩ লক্ষ পায় ক্রিকেটাররা। এবার সেই টাকা বাড়াতে চাইছে বোর্ড। সব পার্টির অনুমোদন নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার রঞ্জি ক্রিকেট না খেলার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে ক্রিকেটারদের যোগদান বাড়াতে এই পদ্ধতি নেওয়ার পরিকল্পনায় বিসিসিআইয়ের। 
  • Link to this news (আজকাল)