• মার্চেই জম্মু-কাশ্মীরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী মাসেই জম্মু-কাশ্মীরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম কাশ্মীর সফর। একটি মিশাল মিছিল করা হবে। এরপর হবে জনসভা। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। চলতি বছরেই লোকসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। দিনক্ষণ এখনও ঠিক না হলেও ১৪ থেকে ১৭ মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী কাশ্মীরে আসবেন বলেই মনে করা হচ্ছে। লোকসভায় অনন্তনাগ-রাজৌরি আসনটি এবার নিজেদের প্রধান টার্গেট করেছে বিজেপি। ২০১৯ সালে এই আসনটি ন্যাশনাল কনফারেন্সের দখলে ছিল। তবে এবার এই আসনটি জিততে মরিয়া বিজেপি। তাই ৩৭০ ধারা বিলোপকে হাতিয়ার করে এবার এই আসনটি জিততে চাইছে বিজেপি। 
  • Link to this news (আজকাল)