• উত্তর প্রদেশে অস্ত্র তৈরির কারখানায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ আদানি গ্রুপের ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার অস্ত্র তৈরির কারখানা গৌতম আদানির গ্রুপের। এই কারখানা তৈরিতে বিনিয়োগ করা হবে ৩ হাজার কোটি টাকা। ভারতকে অস্ত্র তৈরিতে আরও আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ নেওয়া হল বলে জানিয়েছে আদানি গ্রুপ। উত্তর প্রদেশের কানপুরের কাছে ৫০০ একর জমিতে এই কারখানা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এখানে ছোটো থেকে শুরু করে মাঝারি এবং দূরপাল্লার সমস্ত ধরণের অস্ত্রই তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে এই অস্ত্রগুলি তুলে দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পুলিশও এই অস্ত্র ব্যবহার করবে। গৌতম আদানির পুত্র করণ আদানি গোটা বিষয়টি দেখভাল করছেন। এই কারখানা থেকে বছরে ১৫০ মিলিয়ন অস্ত্র তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই দেশের চার প্রধান সংস্থাকে আরও বেশি বিনিয়োগের ডাক দিয়েছেন। এই চারটি সংস্থা হল আদানি গ্রুপ, টাটা গ্রুপ, লারসেন অ্যান্ড টার্বো গ্রুপ এবং মাহিন্দ্রা গুপ। ভারত যদি অস্ত্র তৈরিতে আত্মনির্ভর হতে পারে তবে দেশের অর্থনীতিতে তা বিশেষ ভূমিকা রাখবে বলেই জানিয়েছে আদানি গ্রুপ। এই কারখানা তৈরির ফলে ৪ হাজার মানুষের সরাসরি চাকরি হবে। এই কারখানাতে হালকা থেকে মাঝারি ক্ষেপনাস্ত্র, ড্রোনও তৈরি করা হবে।  
  • Link to this news (আজকাল)