• প্রয়াত দেশের প্রবীণতম নেতা
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত দেশের প্রবীণতম নেতা সফিকুর রহমান বার্ক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন সমাজবাদী পার্টির হয়ে কাজ করেছেন। উত্তর প্রদেশের সম্বলপুরের সাংসদ ছিলেন তিনি। মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে কিডনিতে সমস্যাজনিত কারণে তাঁর মৃত্যু ঘটে। বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টি। দলের প্রধান অখিলেশ যাদবও নিজের সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৩০ সালে ১১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন সফিকুর। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের সঙ্গে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। বাবরি মসজিদ নিয়ে গোটা দেশ যখন উত্তাল হয়েছিল তখন তিনি দেশের মুসলমান সম্প্রদায়ের পাশে ছিলেন। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি চারবারের বিধায়ক এবং পাঁচবারের সাংসদ ছিলেন। 
  • Link to this news (আজকাল)