• খড়গ্রামে ধান সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম কৃষি বাজারের ধান সংরক্ষণাগারে আগুন লাগে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় লোকজন ওই ধান সংরক্ষণাগারের ভেতর থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলের দু"টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বহরমপুর থেকে আরও একটি ইঞ্জিন আসছে বলে খবর। প্রশাসন সূত্রে খবর, খড়গ্রাম কৃষি বাজারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের একটি ধান সংরক্ষণাগার রয়েছে। এখানে ১০০০ মেট্রিক টন ধান সংরক্ষণ করে রাখা যায়। প্রশাসন সূত্রে খবর, সংরক্ষণাগারে কোনও ধান মজুত করে রাখা ছিল না। ৫-৬ লক্ষ পাটের বস্তা রাখা ছিল। পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই হয়তো এই ঘটনা ঘটেছে। খড়গ্রাম থানার এক আধিকারিক বলেন, ধান সংরক্ষণাগারের যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে অন্যান্য ভবনগুলো বেশ কিছুটা দূরে। ফলে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। 
  • Link to this news (আজকাল)