• সন্দেশখালি নিয়ে পোস্ট অভিষেকের, প্রমাণ দেখিয়ে কী লিখলেন তিনি' ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সন্দেশখালি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সমাজ মাধ্যমে লম্বা পোস্ট দিয়ে হাইকোর্টের নির্দেশকে তুলে আনলেন সামনে। এর আগেও বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছেন তিনি। রবিবার অভিষেক বলেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল যদি কেউ করছে, সেটা বিচারব্যবস্থা, তৃণমূল কংগ্রেস নয়। দলের অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন, যে দল পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, সেখানে শেখ শাহজাহান কে? ৫ জানুয়ারির ঘটনা থেকে আদালতে গিয়ে ইডির স্টে-এর আবেদন জানানো, উল্লেখ করেছিলেন পরপর। অভিষেকের বক্তব্য ছিল, "স্টে অর্থাৎ তদন্ত হবে না, কাউকে গ্রেপ্তার করা যাবে না, কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না।" ঠিক তার পরের দিন, সোমবার আদালত জানিয়ে দেয়, শাহজাহানকে গ্রেপ্তারে কোনও বাধা নেই। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দেন। জানান, যেহেতু এখনও অধরা সে, তাই পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে, তাকে যুক্ত করা হয়েছে মামলায়। ২টি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাই কোর্ট। সন্দেশখালি প্রসঙ্গে আদালত জানায়, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশকে জানানো হয়নি যে, গ্রেপ্তার করা যাবে না। ঠিক তার পরের দিন, মঙ্গলবার সমাজমাধ্যমে সন্দেশখালি নিয়েই পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিচারব্যবস্থা পুলিশ-প্রশাসনের হাত বেঁধে রেখেছে বলে যে অভিযোগ তিনি এনেছিলেন, তা নিয়েই ফের বার্তা দিতেই তাঁর এই পোস্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যে সন্দেশখালিতে শাহজাহানের খোঁজে গিয়ে ফিরে আসেন তদন্তকারী আধিকারিকরা, অভিযোগ তোলেন মারধরের। ৮ ফেব্রুয়ারি থেকে সেই সন্দেশখালির গ্রামবাসীরাই শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে। মঙ্গলবার আদালতের একটি নির্দেশনামার অংশ পোস্ট করে অভিষেক লিখেছেন, ৭ তারিখ স্টে অর্ডার দেওয়া হয়েছে, ৮ তারিখ থেকে শুরু হয়েছে হিংসা-বিক্ষোভের ঘটনা। সঙ্গেই অভিষেক লিখেছেন, আদালত সোমবার সন্দেশখালি প্রসঙ্গে বিভ্রান্তি দূর করার পর, সেখানকার মানুষ দ্রুত সুবিচার পাবেন বলে তিনি আশা করছেন।
  • Link to this news (আজকাল)