• গগনযানে কোন ৪ ভারতীয় মহাকাশ যাচ্ছেন? চিনে নিন তাঁদের
    আজ তক | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • মঙ্গলবার গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করেছে ISRO। তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) এদিন ৪ হবু নভোশ্চরকে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এঁরা প্রত্যেকেই এয়ার ফোর্সের অভিজ্ঞ পাইলট। প্রায় সব ধরনের ফাইটার জেট ওড়াতেই অত্যন্ত দক্ষ তাঁরা। আসুন সেই ৪ জনের বিষয়ে জেনে নেওয়া যাক। 

    গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার

    ১৯৭৬ সালের ২৬ অগস্ট কেরালার থিরুভাজিয়াদে জন্ম। ছোট থেকেই মেধাবী। কঠিন প্রবেশিকা দিয়ে ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি-তে সুযোগ পান। সেখানেই প্রশিক্ষণ নেন। এয়ার ফোর্স একাডেমি থেকে সোর্ড অফ অনার পেয়েছেন। ১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর, বিমান বাহিনীর ফাইটার জেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হন। প্রশান্ত ক্যাট-এ ক্লাস ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট। প্রায় ৩,০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা আছে। প্রশান্ত নায়ার Su-30MKI, MIG-21, MiG-29, Hawk, Dornier, AN-32 ইত্যাদির মতো বিমান উড়িয়েছেন। এছাড়াও তিনি ইউনাইটেড স্টেটস স্টাফ কলেজ, ডিএসএসসি, ওয়েলিংটন এবং এফআইএস, তাম্বারামের প্রাক্তন ছাত্র। তিনি সুখোই-৩০ স্কোয়াড্রনের কমান্ড্যান্টও ছিলেন।

    গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান

    ১৯ এপ্রিল ১৯৮২-তে চেন্নাইতে জন্ম। অজিতও এনডিএ থেকে সেনা প্রশিক্ষণ নিয়েছেন। রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক এবং বিমান বাহিনী একাডেমি থেকে সোর্ড অফ অনার পেয়েছেন। ২১ জুন ২০০৩-এ, তিনি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত হন। ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট হিসেবে তার ২,৯০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। অজিত Su-30MKI, MiG-21, Mig-21 Bison, Mig-19, JugR, Dornier, An-32-এর মতো বিমান উড়িয়েছেন। তিনি DSSC, ওয়েলিংটনের প্রাক্তন ছাত্র।

    গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ

    অঙ্গদ প্রতাপ উত্তর প্রদেশের প্রয়াগরাজে ১৭ জুলাই ১৯৮২-তে জন্মান। এনডিএ-তে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৮ ডিসেম্বর ২০০৪-এ, তিনি বিমান বাহিনীর ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত হন। ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট হিসেবে তাঁর প্রায় ২,০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। অঙ্গদ সুখোই-৩০এমকেআই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার, হক, ডর্নিয়ার এবং অ্যান-৩২-এর মতো বিমান ও ফাইটার জেট উড়িয়েছেন।

    উইং কমান্ডার শুভাংশু শুক্লা

    ১০ অক্টোবর ১৯৮৫ সালে লখনউতে জন্ম। শুভাংশু এনডিএ-তে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৭ জুন ২০০৬-এ বিমান বাহিনীর ফাইটার স্ট্রীমে অন্তর্ভুক্ত হন। তাঁর প্রায় ২,০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি Sukhoi-30MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier, An-32-এর মতো বিমান ও যুদ্ধবিমান উড়িয়েছেন।
  • Link to this news (আজ তক)