Narapada Sardar: ‘এখন জেলে পায়ে পড়ছিল তৃণমূল নেতারা’, বিস্ফোরক জেলমুক্ত সন্দেশখালির নিরাপদ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
SandeshLhali Nirapada Sardar:
হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় জেলমুক্ত হলেন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার।
মঙ্গলবার সন্ধ্যা প্রায় সওয়া ছ’টা নাগাদ জেলের বাইরে বেরিয়ে আসেন এই বাম নেতা। ততক্ষণে বসিরহাট জেলের বাইরে ভিড় লাল নেতা, কর্মীদের। নিরাপদ কয়েক কদম এগোতেই তাঁর গলায় গাঁদার মালা পরিয়ে দেওয়া হয়। ওঠে স্লোগান। সংবাদ মাধ্যমের ক্যামেরার ঝলকানিতে তখন নিরাপদ বলছেন,
‘এ ভাবে জেলে পুড়ে সন্দেশখালির মুখ আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ। অন্যায়, অত্যাচারের প্রতিবাদের জবাব দিচ্ছে সন্দেশখালির মানুষ।’
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)