সমাজবাদী পার্টির বিধায়কদের ক্রস-ভোটিং এবং পার্টির চিফ হুইপ মনোজকুমার পাণ্ডের পদত্যাগের মধ্যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উত্তর প্রদেশে দশটির মধ্যে আটটি আসন জিতেছে। সমাজবাদী পার্টি (এসপি/সপা) তিনটিতে জয়ী হবে বলে আশা করা হয়েছিল। তারা শেষ পর্যন্ত দুটি আসনে জয়ী হয়েছে। সপা প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এর আগে বলেছিলেন, ‘যারা পরিস্থিতি থেকে লাভ খুঁজছেন, তাঁরা চলে যান।’ ভোট দেওয়ার আগে যাদব অভিযোগ করেছিলেন যে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে জেতার জন্য যে কোনও উপায় অবলম্বন করবে। যে বিধায়করা ক্রস ভোটিং করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান।