• Ranji Trophy: চাপ পড়তেই বাপরে বাপ! জয় শাহদের কাছে মাথা নোয়াতেই হল টিম ইন্ডিয়া সুপারস্টারকে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • Shreyas Iyer:

    অবশেষে চাপের মুখে রঞ্জি খেলতে বাধ্য হচ্ছেন শ্রেয়স আইয়ার। তাঁকে মুম্বইয়ের রঞ্জি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাইজাগে দ্বিতীয় টেস্ট চলাকালীন শ্রেয়স পিঠের সমস্যার কথা জানান টিম ম্যানেজমেন্টকে। তবে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর কোনও সমস্যা খুঁজে পায়নি। এরপরে টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে তারকাকে বাতিল করা হয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, রঞ্জিতে খেলতেই হবে। তবে শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)