National footballer Amrita: জাতীয় দলের হয়ে বিদেশ সফরে, গ্রামবাংলার মুখ উজ্জ্বল করলেন ড্রাইভারের মেয়ে অমৃতা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Indian footballer Amrita Ghosh:
নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্ট খেলতে সফরে গেল জাতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দল। আর, এই দলে সুযোগ পেয়ে বাংলার নাম উজ্জ্বল করল আরামবাগের অমৃতা ঘোষ। গোয়ায় দেড় মাস ট্রায়াল হয়েছে বাছাই খেলোয়াড়দের। সেখান থেকে অমৃতাকে প্রথম দলে বেছে নেন জাতীয় নির্বাচকরা।