• Gyanvapi case: ‘ব্যাসজি কা তেহখানা’য় পুজোর অনুমতি এলাহাবাদ হাইকোর্টের, কেন টিকল না মসজিদ কমিটির যুক্তি?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • Allahabad HC:

    এলাহাবাদ হাইকোর্ট সোমবার (২৬ ফেব্রুয়ারি) হিন্দুদের জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ দিকে উপাসনা অব্যাহত রাখার অনুমতি দিয়েছে। এর আগে একই নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালতও। সেই নির্দেশের বিরুদ্ধে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি একটি আবেদন করেছিল। যা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ব্যাস পরিবার ওই সম্পত্তির মালিকানার দাবিদার। ব্যাসের নামানুসারে ঘরটিকে, ‘ব্যাসজি কা তেহখানা’ বলা হয়। ১৯৯৩ সালে, মুলায়ম সিং যাদবের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার মৌখিকভাবে ব্যাস পরিবারকে জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ দিকে পুজো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট বলেছে, যাদব সরকারের ‘ভক্তদের এবং ব্যাস পরিবারকে ধর্মীয় উপাসনা ও আচার-অনুষ্ঠান পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়াটা ভুল হয়েছিল।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)