• দিল্লি থেকে ফিরে আমরণ অনশনের সিদ্ধান্ত প্রদ্যোৎ কিশোরের ...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • সমীর ধর, আগরতলা: দিল্লি থেকে খালি হাতেই ফিরলেন প্রদ্যোৎ কিশোর। বুধবার সকাল থেকে তেলিয়ামুড়ার কাছে বড়মুড়ার হাতাই-কতরে দলবল নিয়ে আমরণ অনশনে বসার সিদ্ধান্তে অনড় বলেও জানালেন ত্রিপুরার রাজবংশের উত্তরাধিকারী তথা তিপ্রা-মথা দলের সুপ্রিমো। জরুরি তলবে দিল্লি গিয়ে গতকাল সন্ধ্যায় ফিরেও আসেন। রাতে দেখা করেন বিজেপি-র শরিক দল আইপিএফটি-র মন্ত্রী শুক্লাচরণ জমাতিয়ার সঙ্গে। প্রদ্যোৎ কিশোর জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ডেকে একটু ধৈর্য ধরতে বলেছিল। কিন্তু এক বছরেরও বেশি অপেক্ষা করেছি। আর নয়। তিপ্রাসাদের সমস্যার সাংবিধানিক সমাধানের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। নইলে আর পিছব না। বহু প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু করেনি। ত্রিপুরার তিপ্রাসা-দের জন্য আমি কিছু দিয়ে যেতে চাই। তাঁর নির্দেশ, অনশন মঞ্চে তিপ্রা মথা বা কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না। আগেই অশ্রুরুদ্ধ কন্ঠে বলেছিলেন, "আমার শরীর খারাপ। অনশনে মৃত্যু হলে দায়ী থাকবে কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার।"
  • Link to this news (আজকাল)