• ফালাকাটায় চিতার হানায় জখম এক ব্যক্তি
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জটেশ্বরে চিতার হানা অব্যাহত। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও কারজি পাড়ায় চিতার আক্রমণে গুরুতর জখম হলেন গোরাচাঁদ কারজি নামে এক ব্যক্তি।স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি বাড়ির পাশের নদীর ধারে গরু নিয়ে যান। সেই সময় আচমকা একটি চিতাবাঘ বাঁশঝাড় থেকে বেরিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে চিতাবাঘটি গোরাচাঁদকে ছেড়ে গ্রামেরই ঝোঁপঝাড়ে লুকিয়ে পড়ে। তাঁকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে আসেন। জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তফা আলি, পঞ্চায়েত সদস্য অমর উরাও, স্থানীয় সমাজসেবী দিলীপ কাজি সহ অন্যান্যরা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এসে আহতের সঙ্গে কথা বলেন।পঞ্চায়েত প্রধান মুস্তফা আলি বলেন, ইতিমধ্যেই এই এলাকা থেকে কয়েকটি চিতা বাঘ খাঁচা বন্দি হয়েছে। তবুও এলাকায় চিতার দেখা নিয়মিত ভাবেই মিলছে। 
  • Link to this news (আজকাল)