• মালবাজারে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে পাওয়া গেল "ইন্ডিয়ান ফ্লাপশেল টার্টল" প্রজাতির কচ্ছপ। জানা গিয়েছে মালবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধার দিয়ে বয়ে যাওয়া একটি ছোট ঝোড়া থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটি পাওয়া যায়। মঙ্গলবার স্থানীয় এক যুবক রাহুল বিশ্বকর্মা এই ঝোড়ায় মাছ ধরছিলেন। সেই সময় কচ্ছপটি তাঁর নজরে আসে। রাহুল কচ্ছপটিকে উদ্ধার করে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুস্প লিলি লাকড়ার বাড়িতে নিয়ে আসেন। এরপর কাউন্সিলর শ্রীমতী লাকরা বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে কচ্ছপটি সুস্থ থাকায় মঙ্গলবার বিকেলেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)