• ‌‌কাশ্মীরি পড়ুয়াদের জন্য ভারত দর্শন কর্মসূচির আয়োজন বিএসএফের...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কাশ্মীরি পড়ুয়াদের জন্য ভারত দর্শন কর্মসূচির আয়োজন বিএসএফের। এটি একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক সফর ছিল। কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা পড়ুয়াদের নিয়ে এই সফর চলল ছয় দিন। শেষ হল মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি। কলকাতার একাধিক দর্শনীয় স্থান দেখানো হয়েছে পড়ুয়াদের। এই দলে ছিল ১০ জন ছাত্র ও পাঁচ জন ছাত্রী। এই সফরে পড়ুয়াদের সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষাগত সমৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছিল। এই সফরটি শুরু হয়েছিল সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার রাজারহাট ক্যাম্পাস থেকে। আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আয়ুষ মণি তিওয়ারি পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। এই ছয় দিনের সফরের অন্যতম অংশ ছিল দিঘা ভ্রমণ। ছিল পেট্রাপোলে ভারত–বাংলাদেশ সীমান্ত পরিদর্শনও। এছাড়া পড়ুয়ারা আলিপুর চিড়িয়াখানা, ভারতীয় জাদুঘর দেখে আপ্লুত। যার শেষ হয় সুন্দরবন ভ্রমণ দিয়ে। 
  • Link to this news (আজকাল)