• জামিন পেলেন নিরাপদ সর্দার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট ...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন আদালতের। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারই জেল থেকে মুক্তি দিতে হবে প্রাক্তন সিপিএম বিধায়ককে। মুক্তি না দেওয়া হলে প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। জানা গিয়েছে, নিরাপদ সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ১০ ফেব্রুয়ারি। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি। কীভাবে অভিযোগ দায়েরের আগে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হল তা নিয়েই পুলিশের কাছে প্রশ্ন রেখেছেন বিচারপতি। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। উল্লেখ্য, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নিরাপদ সর্দারকে। গত ১৭ দিন ধরে জেলে বন্দি ছিলেন তিনি। এই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের সিপিএম নেতৃত্বও। বলা হয়, সন্দেশখালি নিয়ে মুখ খোলার কারণেই এই গ্রেপ্তারি।
  • Link to this news (আজকাল)