• ৭ ঘণ্টা পর লালবাজার থেকে ছাড়া পেলেন নওশাদ সিদ্দিকি
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার পথে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ৭ ঘণ্টা পর লালবাজার থেকে ছাড়া পেলেন তিনি। মুক্তি পেয়েই আইএসএফ বিধায়ক জানালেন, তাঁর গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারিও দিলেন নওশাদ। সন্দেশখালিতে যাওয়ার পথে এর আগে সায়েন্স সিটিতেই বাধাপ্রাপ্ত হয়েছেন একাধিক বিরোধী দলের নেতা। এদিন সন্দেশখালিতে যাওয়ার পথে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসা হয় নওশাদের। ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য আইএসএফ বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রথমে জানায় পুলিশ। পাল্টা প্রশ্ন তোলেন নওশাদ। তিনি জানান, সায়েন্স সিটির সামনে ১৪৪ ধারা নেই। তবুও কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে? এরপর পুলিশের তরফে ফের জানানো হয়, সিআরপিসি ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে নওশাদকে। এর কয়েক ঘণ্টা পর সন্ধেতেই ছাড়া পেলেন তিনি।
  • Link to this news (আজকাল)