• কলকাতা জি পি ওর ২৫০ বছর
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: সময়টা ১৭৭৪ সাল। সেই বছরের ৩১ মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জেনারেল পোস্ট অফিসের। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫০ বছর। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হয়েছে অনেক কিছুই। ২৭ ফেব্রুয়ারি কলকাতার যোগাযোগ ভবনে উন্মোচন করা হল কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছরের পূর্তি উপলক্ষ্যে বিশেষ লোগো। আগামী ৩১ মার্চ ২৫০ বছরের বর্ষপূর্তি হচ্ছে কলকাতা জিপিওর। তার আগে এদিন এই লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের বার্তা, আগামী দিনে আরও অনেক চমক আনতে চলেছে ভারতীয় ডাকবিভাগের কলকাতা শাখা। এদিন লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সিকিম এবং উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে, দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল এস.এস কুজুর এবং আরও বিশিষ্টজনেরা। নীরজ কুমার বলেন, "২৫০ বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিওর সামনে। অনেকবার বদল করতে হয়েছে অফিস। এখন আর সেভাবে চিঠির চল নেই। তবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় সাধারণ মানুষের সেবায় পৌঁছে গিয়েছে কলকাতার ডাকবিভাগ। মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বীমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও আমরা ডিজিটাল করে তুলেছি।" ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ থেকে ১৯ মার্চ আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। তার মধ্যে রয়েছে কলকাতা জিপিওর ওপরে অঙ্কন প্রতিযোগিতা, রয়েছে ডাকবিভাগকে কেন্দ্র করে ফটোগ্রাফি প্রতিযোগিতাও। চলন্ত ট্রামে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে উন্মোচন করা হবে বঙ্গ তরী নামক বিশেষ ডাকটিকিটের। তিলোত্তমার ঐতিহ্যশালী বহুতল নিয়েও প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট। ২৫০ বছর উপলক্ষ্যে যে বিশেষ লোগো এদিন উন্মোচিত হয়েছে তাতে তুলে ধরা হয়েছে জিপিও অফিস এবং ঐতিহাসিক হাওড়া ব্রিজকে। যোগাযোগের মাধ্যম হিসেবে ডাক বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগোতে তুলে ধরা হয়েছে হাওড়া ব্রিজকে।
  • Link to this news (আজকাল)