• সন্দেশখালি ঘটনার প্রতিবাদে কলকাতায় বিজেপির ধর্না কর্মসূচিতে অনুমতি আদালতের, তবে থাকছে কিছু শর্ত ...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিজেপিকে ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি ঘটনার প্রতিবাদে ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্না করতে চেয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু পুলিশ প্রথমে অনুমতি দেয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলায় আদালত বিজেপিকে শর্তসাপেক্ষে ধর্না করার অনুমতি দিয়েছে। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, শর্তসাপেক্ষে ধর্না কর্মসূচি করা যাবে। বিজেপি তিন দিনের কর্মসূচি করতে চাইলেও আদালত জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার এই ধর্না চলবে। সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। লাইডস্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা থাকছে। এছাড়া ধর্নামঞ্চে ১৫০ জনের বেশি থাকবে না বলে জানিয়েছে আদালত। ‌আদালত জানিয়েছে, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করতে হবে। 
  • Link to this news (আজকাল)