শেষমেশ কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচি। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি। তুলোধোনা করেছেন কংগ্রেসের রাজ্য থেকে সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলের প্রতি কংগ্রেস হাইকমান্ডের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন। এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কৌস্তভের।