• 'রেডিও ফর চাইল্ড ২০২৪'-এ পুরস্কৃত আকাশবাণী
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউনিসেফ ইন্ডিয়া আয়োজিত "রেডিও ফর চাইল্ড ২০২৪" এ পুরস্কৃত হয়েছে আকাশবাণী কলকাতার এফএম বাংলা বিভাগ। ইউনিসেফ-এর ভারতীয় শাখা, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে এবছরের "রেডিও ফর চাইল্ড" পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করে। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল রেডিওর মাধ্যমে শিশুর উন্নতি ও শিশু নিরাপত্তার প্রচার এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষকে সচেতন করা। ভারতের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি রেডিও সংস্থা, কমিউনিটি রেডিও চ্যানেল প্রতিযোগিতায় শামিল হয়। বিজয়ীদের হাতে "চাইল্ড রাইটস চ্যাম্পিয়ন" পুরস্কার তুলে দেন ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসাডর, অভিনেতা আয়ুষ্মান খুরানা। শিশুদের নিয়মিত টিকাকরণ নিয়ে তৈরি রেডিও জিঙ্গলের জন্য আকাশবাণী কলকাতার এফএম বাংলা বিভাগ এই পুরষ্কার জিতেছে। তাদের তরফে পুরস্কার গ্রহণ করেন আকাশবাণী কলকাতার আধিকারিক শুভায়ন বালা।
  • Link to this news (আজকাল)