TMC Enforcement Directorate: হঠাৎ সক্রিয় ইডি, এবার তলব মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রীকে!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Alchemist Chit Fund Case TMC:
অ্যালকেমিস্ট চিট ফাণ্ড তদন্তে সক্রিয় ইডি। গত সোমবারই এই সংক্রান্ত তদন্তে বিজেপি বিধায়ক মুকুল রায়কে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে জিজ্ঞাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার নজরে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই বিদ্যুৎ মন্ত্রীর কাছে ইডি-র সমন পৌঁছেছিল। তবে তলব পেতেই ইডির কাছে সময় চেয়ে নেন তৃণমূলের এই শীর্ষ নেতা। আবেদন বিবেচনা করার কথা জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)